প্রারম্ভিক আলোকে অ্যাথেনা কে খুঁজে
রক্ষাকবচ চোখে বিছানা ছাড়ে।
থরে থরে সাজানো শত্রুর মোকাবিলা,
পুষ্পায়ন কালে প্রজাপতি খুঁজে
পরাগযোগ এখন কৃত্রিম


গেটের মুখে
রোমান ফ্রেস্কো হাতে সকালটা দাঁড়িয়ে
মুখ ভার করে আছে মেঘ
বিনিদ্র রজনীর হিসেবটা হয়নি
জিরিয়ে নেওয়া ব্যস্ততা আলো মেখে
স্নান করতে চলেছে ঘামের ঘাটে।


................