জীবনের নির্যাস কাগজের পাতায় গড়িয়ে পড়লেই লেখা জীবিত থাকে নতুবা মারা যায় । কবিতার সাথে সাময়িক সহবাসে আমার এই ক্ষুদ্র অনুভূতি । নিজের জানালার পাশে বেড়ে ওঠা জঙ্গল সাফ না করে সমাজের জঙ্গল সরাবার কেন এই অহেতুক প্রয়াস আমার জানা নেই । যারা নিজেরাই জঞ্জালে হাবুডুবু খায় তারা কিভাবে সমাজের জঞ্জাল সাফ করবে! নিজেকে পরিশুদ্ধ না করে সমাজকে পিউরিফাই করা অবিশ্বাস্য । কবিতাতেই সত্যের ভাঙ্গন ।সত্য বলার সাহস যদি না ই থাকে তাহলে কেন কবিতা লেখা ! জীবন যাপন আর কথা বলা কন্টাডিকটরি হতে পারেনা । ।এই প্রসঙ্গে René Descartes এর উক্তিটি মনেকরি যথেষ্ট প্রাসঙ্গিক " To know what people really think, pay attention to what they do, rather than what they say." কবিতা জীবনকে রিপ্রেজেনট করে । সুতরাং ইন্ভলবমেন্ট ই শেষ কথা ।