জাগো- জাগো হে তরুণ সমাজ
থেমে আছে যে রণ রথ,
তোমাদেরই যে দিতে হবে পাড়ি
সত্য ন্যায়ের পথ।


আসবে যে বাঁধা,সর্ব পদে পদে
তবুও,
ভিত হয়ে কেহ,
যেওনাকো পিছু হটে।


সত্য ন্যায়ের পথে তোমাদের-
আসবে ঘন-সিয়া,
ব্যথিত প্রাণে উঠবে যে ঝড়
বাজবে যে মার্সিয়া।


তবুও থেকোনা দাড়িয়ে তোমরা সকল,
থেকোনা স্তব্ধ হয়ে,
সত্যের জয় হবে নিশ্চয়ই
এ কথা রাখিও স্বরণে।