মানুষ তুমি মানুষ হও


সাধারণ কিংবা অসাধারণ নয়,


ধর্মান্ধতা, হিংসা বর্জন করো....


ভালোবেসে করতে শেখো জয়।


মানুষ তুমি মানুষ হও,


কাদের করছো তুমি ভয়?


জেনে রাখো তারাও রক্তমাংস,


তবে, তাদের পশুবৃত্তি জীবিকা হয়।


মানুষ তুমি মানুষ হও


উর্বর তুমি, তাই মানবিকতা নাম হয়,


হোকনা তোমার হাজার নাম- জাত,


কিন্তু


মরনের পর সবাই, লাশ বলেই নাম লয়।।