মুখ, সেই আবছা তোমার আজো আমার
খুব মনে পড়ে,
চোখ, বারে বারে বন্ধ হয়ে তোমার
দেখার ইচ্ছে করে!
ঘুম, চোখের কোণে তখন যে প্রায়
স্বপ্নীল হয়ে উঠে,
ধুম, করে রাত নিঝুম হয়েও আমায়
রেখে দ্রুত ছুটে!
দিন, পুরনো সেই দিন গুলোর কথা
আর তেমার লেখা,
হীন, ভালবাসাহীন  এ মনে সহস্র ব্যাথা
তোমারি অবহেলায় আঁকা!
ভুল, আমায় ঘিরে রাখা আছে যত
সবি তোমায় ভেবে,
ফুল, তোমার জন্য তোলা কত শত
শুকিয়েছে সেই কবে!
তুমি,আর তেমার হাজারো ভাবনা গুলো
এখন হয়েছে তার,
আমি, আর আমার এ কবিতার ধূলো
দিলাম বিদায় তোমার!