একটা variation আনার চেষ্টা করছি,
লক্ষ্য করলে দেখতে পাবেন প্রতিটি অংশের প্রথম চরণের সাথে শেষের চরণের এবং দ্বিতীয় চরণের সাথে তৃতীয় চরণের ছন্দের মিল রাখার চেষ্টা করেছি।
                            


পুরোনো স্মৃতিগুলো লুকানো
        আজও নিয়ে কাঁদি।
বুকেরও, গহীনে এক নদী
        আবহেলায় যা শুকোনো!


অবুঝ এ মন, শুধু
          তোমায়ই নিয়ে ভাবে।
এবং আজীবনেই ভেবে যাবে
     যা  হবেনা কখনও,মৃদু।


নিঃশ্বাসটুকুই আজ সাক্ষী
       ভালবাসি শুধুই তোমায়।
ক্ষণিক ভবো নিয়ে আমায়
     এতুটুকুই চায় এ দেহরক্ষী(মন)।