কল্পনা গুলো আজ ঝাপসা,কালো অন্ধকারে আচ্ছন্ন।
কারণটা বোধহয় তুমিই!
গানের কলিগুলোও কেমন যেন বাগবিদগ্ধ গদ্যের মতো!
কারণটা বোধহয় তুমিই!
আলসেমিটাও যে আজ আমার কানায় কানায় পরিপূর্ণ।
কারণটা বোধহয় তুমিই!
কোন ব্যর্থতা আজ আর ভাবায় না আমায়।
কারণটা বোধহয় তুমিই!
স্মৃতির পাতাগুলো পুড়ে ছারখার,অবশিষ্টাংশ আমি ছাই।
কারণটা বোধহয় তুমিই!
সিন্দুকে রাখা স্বপ্নগুলো সব হঠাৎ চুরি হায়!
কারণটা বোধহয় তুমিই!
তাইতো এখন আর কবিতা লেখতে ইচ্ছে করেনা,
কারণটা শুধুই তুমি।
জানি তোমার কখনই কোনো দোষ ছিল না,
কারণটা যে আমিই!