তোমাকে দেখলে মনে হয় ,
এই বুঝি সংযমের বাঁধ ভেঙে গেল ,
বুঝি বা স্বাত্তিক গুণ লুপ্ত হল ,
বুক পকেটে জ্বলন্ত সূর্যটা ঢুকে পড়ল ,
চৈতন্যের স্তূপে কেউ চকোলেট বোমা ছুঁড়ে মারল ,
স্নায়ুরাজ্যে অরাজকতা সৃষ্টি হল ,
কোপারনিকাশের কবর কবিতাস্নাত হল ,
উত্তাল হাওয়ায় ব্যাবিলনের উদ্যান কেঁপে গেল ,
হৃদকেন্দ্রের কম্পনে রিখটার স্কেল ফেটে গেল ,
যৌবনের উপবন দাবানলে ঝলসে গেল,
পরশুরামের হাত থেকে কুঠার ছিটকে গেল ,
সুজাতার চুমুতে শাক্যমুনির ঘুম ভেঙে গেল ,
চেতনার ডাল পালা মরুঝড়ে আছড়ে পড়ল ,
মৌমাছির কামড়ে মালতীর নাজুক পাপড়ি খসে পড়ল ,
কংসাবতীর কালো জল আবিরে আরক্ত হল .....
তোমার মুখের দিকে তাই তাকানো যায় না !
তোমার চোখের দিকে তাই তাকাতে নেই!