যার লেলিহান লিপস্টিকে
সম্পৃক্ত হয় সিংহের কেশর
যার চেতনায়
চীনের প্রাচীর হয় চৌচির
যে ঘাসের ঘ্রাণে ভরে দিয়েছে লাশকাটা ঘর
যার ইশারায় ভেঙে পড়েছে ইছামতীর চর
ময়ূরপাখার মতো যে মেলে ধরেছে
বিশেষ বিষ্ময়
যার ছোঁয়ায় আকাশে ফুটে উঠেছে
চকিত চিন্ময়
যার অকাতর আদরে
হৃদয়ের ঘুম ভেঙে যায়
যার সাবলীল সৌহার্দ্যে
প্রাচীন স্থাপত্যে আগুন ধরে যায়
আমি বিষ্মৃতির বারান্দায়
তার জন্য অপেক্ষা করি
আমি তার জন্য
জানালা খুলে রাখি !