শরীরের পালে একটু হাওয়া লাগাতে গেলে ,
নদীর সামনে একবার নগ্ন হলে ,
বোধিবৃক্ষের তলায় চুল শুকাতে গেলে ,
তারপর
কোন খেয়ালে খুলে দিলে
রামধনু রঙের রেলিং !
অমনি এক লহমায়
লালসায় লাল হয়ে ওঠে
স্বর্গের সিলিং !
তেতে উঠে তৃতীয় বিশ্বের সব দেশ
সবুজ হয়ে যায় ভীষ্মদেবের কেশ
বেপরোয়া সূর্য ঢুকে পড়ে তোমার বাগানে
কৃষকের কামনা জাগে কিশোরী ধানে
তোমাকে ছিঁড়ে খেল নীল জোনাকিরা
তোমাকে লুট করল নীরিহ হরিণেরা
জ্বর ছাড়তেই উঠে দাঁড়াল
জীর্ণ ঈশ্বর
শোণিতপুরে পড়ে গেল
সভ্যতার দিবাকর
আগুনে পুড়ল স্বচ্ছতোয়া
কানা হয়ে গেল কাকাতুয়া
স্থির হল হল বারিশ স্পন্দন
নিভল শিশির শিহরণ
ব্যাক্তি নয় , সময়ের হাতে
ধর্ষিতা হলে তুমি !
মাটি নয় , নরকের
নোনাজলে জারিত হলাম আমি !
:
তুমি নষ্ট হলে
আমি হলাম ছিন্নমূল ,
তোমার ব্যাকুলতা মেখে
আমি হলাম বিষফুল !