রঙ মেখে সঙ সেজে এসো হে রঙ্গীন
হোলি দোল পূর্ণিমার সুখের এ দিন,

লাল-নীল,সবুজের রঙধনু রঙে
আবির মাখা আনন্দ ঐতিহ্যের ঢঙে-

প্রিয়দের স্পর্শে হাতে লাগা শিহরন
বসন্ত-উৎসবে মিশে থাক্ সারাক্ষণ।

----কুয়েত--------১২-৩-২০১৭.