একটুখানি দুঃখ দেবে, এক চিমটি?
চোখ বুঁজলে বেরিয়ে আসা অশ্রুফোঁটা
কপালের ভাঁজে স্বস্তির দৃশ্যমান কমতি
কানের লতায় লেপ্টে থাকা লজ্জাবিলাস
কেমন কেমন করলে মন- কষ্ট পাওয়া
নষ্ট সুখের মরা ডালে ঝুলছে যতো হাহুতাশ
আমায় দেবে? দাও না তোমার ও দুটি হাত
আঁজলা ভরে দাও ঢেলে দাও নির্ভরতায়,
এবার তোমার বিষণ্ণতার তরল স্বাদ
আমি নেবো একাই সব শোষণ করে,
বুকপকেটে লাল গোলাপ এই যে দেখো
ছড়িয়ে দেবো তোমার সারা উঠোন জুড়ে,
সকালে বা রাতদুপুরে হাঁটবে যখন খালিপায়
পায়ের নিচে থাকবে পড়ে আমার বিনয়,
থাকবে পড়ে অশ্রুসজল আমার হৃদয়
কুড়িয়ে নিও যত্ন করে প্রিয়তমাসু
একটু শুধু দুঃখ তুমি মাখিয়ে দিও তাকে,
তুমি যে আমার জিয়ন কাঠি
শিয়রে বসা নরম ছোঁয়া মরে যাবার আগে।


আবৃত্তি শুনুন-