হিংসায় ভরা স্বার্থান্বেষী দুনিয়ায়
অসহ্য আজ বিশ্ব, বাংলা পরিবার ৷
রাজনীতির নেতাদের লালসা আজ
ঝলসে পড়েছে বিশ্ব দুয়াব়ে ৷
যার মাসুল গুনে দিতে হচ্ছে
অসহায় মানুষের চোখের জলে ৷
কেঁদে তারা কেঁদেই চলেছে
ক্ষুধা রেখে,ছোটো বড়ো সকল পেটে৷
স্বার্থপূরণ হয়নি বলে, তা মিটাবে......
গরীব ৷..... অভুক্ত থেকে ৷


স্বাধীন ভারত,বাংলা আজ অধীনতায় ভুক্ত
স্বার্থান্বেষী নেতা আজও,তবু নয় সন্তুষ্ট ৷
ভাঙতে হবে,পৃথক করতে হবে,দেখাতে হবে শক্তি
না করতে পারিলে, দেব না সহজে মুক্তি ৷
দু'শো বছর দীর্ঘ ইংরেজ করেছে শাসন
আমরা এখন তাদেরই করব অনুসরণ ৷
দেখাব,আমরা দেখাব; আমরাও পারি
মানুষ মেরে গঙ্গা স্নান করে
সকল পুণ্যের সঞ্চয় করতে পারি ৷
শাসক কর্তা নয় শোষিত হইয়া থাকো
জমিদারি নয় ভূমিদাস হইয়া খাটো৷
মালিকানা নয় চাকরই ঠিক
ভুক্ত হইও না, অভুক্তই রহো৷
চোখ তুলে তাকিও না.....
চোখ তুলে নেব,
স্বাধীন ভারত,বাংলা তোমার নয়
আমার সেবার জন্য ৷ তোমার ৷


সত্যাগ্রহ পথ অবলম্বন করিলে
দড়ি আছে ঝোলানো, পড়বে ঝুলে
গান্ধীবাদী হও যদি.....
তবে,নেই কোনো আপত্তি ৷
অধিকার ছিনাইতে গেলে
ইতিহাসে হয়নি যা,হবে... এখন ৷
দেখবে সকলে চোখ ভরা নিয়ে ভয় আর হতাশা
হ্যাঁ ৷ জেনে রাখো আমিই সেই নেতা ৷