না জেনে করেছি কি গো ভুল
চোখের জলে দিতে হচ্ছে তারই মাসুল ৷
ভালোবেসে গেছি শুধু হায়
বুক ফেটে যায়, জল ঝড়ে যায়
তোমার গোপনে একাএকাই৷
বুঝি নি, জানি নি, হবে কি পরে
সে কথাই মনে এলে..
হৃদয় খানি ভেঙে পড়ে
তোমায় ভালোবেসে করেছি কি ভূল?
কেঁদে শুধু কেঁদেই যায় পাই না তার কূল ৷
বন্ধুদের সঙ্গে  মিলেমিশে চলি
সঙ্গ রেখে হেসে  খেলে কথা বলি ৷
জানে কি কারা মোর মনের ব্যাথা
সঙ্গ ছাড়া হলে বুঝি তার ঠেলা৷
ভেসে যায় দুটি নয়ন একনাগাড়ে
সে কি থামে আর কালো চশমার আড়ালে ৷
তবু আমি গোপন করে যায়
গোপনে ভালোবেসে যায় ৷
জানি না এ ব্যাথা মিঠবে কি না?
ভাঙা হৃদয় জুড়ে ভালোবাসবে কিনা?
পাগল এ প্রেমী, আজ শুধু তোমারে চাই
তোমার প্রেমে পাগল হয়ে দেবদাস হতে চায় ৷
কেনো জানি না এ মন খানি
তোমার না দেখলে হয় হয়রানি ৷
ভালোবেসে দিয়েছে তোমারে মনটি
কে জানে,ভাঙবে হৃদয় খানি ৷
দু'চোখের অশ্রুধারা নদী বয়ে যায়
শত ব্যাথা! কারে বলি, ডায়েরি ভরে যায় ৷
বলতে আমি পারি না যে
তাই তো লিখে যায় ডায়েরির পাতাতে
পাতা ফুরিয়ে যায় লেখা তবু হয়না শেষ
দিন চলে যায় তবু হয় না বেদনার নিঃশ্বেস ৷
শত আঘাতে আহত এ হৃদয় খানি
ব্যাথায় পূর্ণ তবু এ মন ডাকে তাকে ৷
সে বিনা নেয় আমি, নেই এ মন
তার কথাই ভেবে যায় দিনরাত সারাক্ষন ৷
মরুভূমির মরুদ্যান দেয় যেমন কিছু আশা
ঠিক তেমনই তুমি আমার অমর প্রেম ভালোবাসা ৷