ছোট্ট হৃদয়ের বৃহৎ বড়ো আশা
কি করে বলি পায় না তার ভাষা ৷
রিক্ত,তিক্ত ক্রোধে ভরা এ হৃদয়
তবু যেন সহে যায়, পায় কিছু ভয় ৷
মনেতে জাগে সব ভেঙে গুড়িয়ে দিতে
দুঃখ শুধু এটা,তা ঘটে স্বপনও জগতে ৷
মানব জাতি হল সকল প্রাণীর উন্নত
মানবীকতায় তারা কেউ এত অনুন্নত ৷
হিংসা, সাম্প্রদায়িকতায় তারা আজ মেতে
ভাই হয়ে ভাইকে বেড়াচ্ছে কেঁটে ৷
আজকে আর নেই ক্ষুধার কান্না
রয়েছে কেবলই রক্তের বন্যা ৷
আজও তারা  যুদ্ধ করে
নিজেকে মেরে, নিজেই মরে ৷
এ ভারী লজ্জা, ভারী লজ্জা !
নিজে নিজেরে মেরে তুলিছে বিজয় ধ্বজা ৷
ভীষণ ভাষণ দিচ্ছে তারা
এ সবের মূলে রয়েছে যারা ৷
ভাবতে ভীষণ অভাক লাগে
মারিল একেবারে এ সমাজটাকে ৷
জাগ্রত হোক আবার, আমাদের বিবেক
সুন্দর ধরী গড়ার, নিয়ে আবেগ ৷
নিঃস্বের পথে বিশ্ব  রয়েছে আজ
নতুন অাশা -স্বপ্নে গড়ুক  এক সমাজ৷