জানি নাকো কোথায় এলাম আজ
এ সমাজের নেই যে কোনো কাজ ৷
হিংসা বিদ্বেষ,মারামারিতে
কুৎসিতে ভরা রাজনীতিতে ৷
যেথায় দেখি সেথায় চলে
আইন আজ যে টাকায় মেলে ৷
ঝরে চলে রক্ত হয়ে অশ্রুধারা
নেতাজিকে আজ মেরেছে তারা ৷
অন্ধ কালা তারা সবে সেজে
যেন থাকে না তারা এ সমাজে ৷
ক্ষমতাকে আজ করে হাতিয়ার
সেই ক্ষমতায় চালায় শত অবিচার ৷
ব্যাথা বেদনায় কেঁদে ভাঁসে
এটা নিয়েও কতো মস্করাতে বসে ৷
হায়রে মানুষ রে হায়
কোথায় গেছিস রে তুই ভাই ৷
মনুষ্যত্বকে রাখিলি না আর
রাখিলি কেবলই অন্যায় ব্যভিচার ৷
সত্য আজ গেছে ডুবে, মিথ্যার কবলে
অন্যায় -অত্যাচারে মনুষ্যত্ব মাটির কবরে ৷
অপরের কান্না যেন আজ বড়ো মিঠা
ক্ষমতা আছে, আজ দেখাব সেটা ৷
এ কলঙ্কিত সমাজ আমার গর্ব
ক্ষমতায়, তাই আরো কলঙ্কিত করবো


                                    #সংক্ষিপ্তাংশ