বালক কি বেসেছিল ভালো, জেনেছে এখনো;
কতটা পথ পাড়ি দিলে তবে যাত্রা শুরু হয়?
বালক কি বুঝেছে এখন যে,
কার হাতে রাখলে হাত তবে নবজন্ম হয়!
বালক কি ভেবেছে কখনো যে,
কোন বিষে ভালবাসা নীল হয়ে যায়!


অবোধ বালক জানে না এখনো -
কতটুকু ত্যাগ স্বীকারে ও প্রেমে
দূরের বাঁশীকেও কাছে টেনে আনে?
বিরহে স্মরণে কাব্য কথনে আঁকা
আলেখ্য যতনে, জন্মান্তরের সাধ সাধনায়
তাকে তবে ধরে রাখতে হয়!


শুদ্ধতার বাঁশিতে ফুঁ দাও এবার হে অবোধ বালক;
ঝেড়ে ফেলো জীর্ণ অতীতের কুড়ানো পর্ণপত্র
ধূলির আস্তরে ঢাকা অসম্ভবের নষ্ট বীজ সকল।
প্রাণের নবোদ্গমে, বিস্মৃতির মহারণ্যে;
ফুটুক এবার যাপিত জীবনে তোমার
শাশ্বত চাওয়া পাওয়ার কাব্যকুসুম।


- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
★ 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-১০) কাব্যগ্রন্থে প্রকাশিত।