প্রেমের আঁচড় হেনেছো
কি রাধা, শ্যামের চিত্ত মাঝে
শ্যামলে কেমন খেলিছে আলো
হোলি'র পরশ তেজে!


ঝলসিছে চাঁদ অধর জুড়িয়া
মুগ্ধ বিমল, শ্যাম বিস্ময়ে;
কুসুমে ফুটিছে ননীর মায়া
আলোকে অবনী ভাসায়ে।


হৃদয় মাঝে বাজিছে বীণা
নেই ঘুম আঁখি-পাতে
নীপ বনে বাজায় শ্যাম বাঁশরী
ঘরে মন নাহি টিকে।


মুকুলে শোভিছে আভা
তেজ প্রখর দেহ শোভা
হৃদয় দিয়েছে দোহে
প্রেম মধুর সুধা সুখে।


অলি খুঁজে মধু পরাগ
ফোটা সতেজ মল্লিকার
শ্যাম যাচে সুজন হতে
শ্যাম-কিশোর রাধিকার।
____________________
⭐ কবিতাটি "সময়ের বাউকুড়ানি" (পৃষ্ঠা-২৫) কাব্যগ্রন্থে প্রকাশিত।