কবি অজিত কুমার করে'র "ফেলে আসা শৈশব" শীর্ষক কবিতায় অনুপ্রাণিত হয়ে লেখা কবিতাটি তাঁকেই উৎসর্গ করছি -
-------------------------------------

কত স্মৃতি শৈশবের শত সোহাগের
দিনমান কত খেলা কত আয়োজন
খেতে হ'ত কাড়াকাড়ি ভাই-বোনেদের
পড়ার কথায় জ্বর আসত তাদের।
আজকের শিশুগণ পড়ে দিয়ে মন
সেরার সেরাটি হবে এ-পণ তাদের
চেনে না খেলার মাঠ কি'বা নদীতীর
স্নেহ-প্রীতি আদরের করে না যতন।

স্মৃতিঝরা দিনগুলো কী করে হারায়
সেইসব কভু আর আসবে না ফিরে
শরীরের চেয়ে ভারী বোঝা কাঁধে নিয়ে
শিশুগণ হেঁকে চলে প্রতিযোগিতায়
খেলা-মেলা বিনোদন মুছে যায় ধীরে
শিশুকালে যেন তারা যাবে বুড়ো হয়ে।

🔯  কবিতাটি "দ্বাদশ রবির কর" (পৃষ্ঠা - ০৯) কাব্য সংকলনে প্রকাশিত।

----------------------------------
💮 সনেটে হাতেখড়ি। সুতরাং, ভুল সংশোধনী সহ যেকোন গঠনশীল আলোচনাকে স্বাগত জানাই