এসেছে মহান ত্যাগের ভাষার মাস অমর ফে্ব্রুয়ারী। শুরু হয়েছে বাঙ্গালির প্রাণের মেলা ঐতিহ্যবাহী ‘২১শের বইমেলা’। বইমেলা উপলক্ষে অনেকেই নিজ নিজ লেখাকে গ্রন্থবদ্ধ করে প্রকাশ করে থাকেন। এই উপলক্ষে আমার কিছু ক্ষুদ্র প্রয়াস নিচে তুলে ধরছি:


১) একক গল্পগ্রন্থ- ‘নরকের ফোন-কল’: প্রাণছোঁয়া এক ডজন গল্প নিয়ে প্রকাশিত আমর প্রথম গল্পগ্রন্থ। প্রখ্যাত কার্টুনিষ্ট ‘উন্মাদ’ সম্পাদক আহসান হাবীবের আঁকা প্রচ্ছদে ৮০ পৃষ্ঠার এই বইটি পাওয়া যাবে ‘এবং মানুষ প্রকাশনী’, লিটল ম্যাগ. স্টল নং- ২৫ (বাংলা একাডেমী প্রাঙ্গন) ও জনান্তিক, ৫০ আজিজ সুপার মার্কেট, ঢাকা। অনলাইন পরিবেশকঃ www.rokomari.com


২) একক কাব্যগ্রন্থ- ‘সময়ের বাউকুড়ানি’: ঝকঝকে মলাটে বাঁধাই উন্নতমানের এই বইটির পৃষ্ঠা সংখ্যা ৮০। এটি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ। এর অধিকাংশ কবিতাই বাংলা-কবিতার আসরে প্রকাশিত। আমার বাছাই করা ৬৩টি নাতিদীর্ঘ কবিতায় সাজানো এই বইটিরও প্রচ্ছদ এঁকেছেন কার্টুনিস্ট আহসান হাবীব। বইটি পাওয়া যাবে – ‘মানুষজন’, স্টল নং- ৪০৩ (শহীদ সোহরাওয়ার্দী উদ্যান) ও কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স, ২৫৩-২৫৪ নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা।


৩) যৌথ কাব্যগ্রন্থ- আমার সম্পাদনার প্রথম প্রয়াস ‘কাব্য কৌমুদী’: বাংলা-কবিতা আসরের ১৬ জন কবির সেরা রচনার ১০০ কবিতা নিয়ে এক নান্দনিক কাব্য সংকলন। মোট পৃষ্ঠা সংখ্যা ১১২। বইটির প্রচ্ছদ এঁকেছেন আসরের প্রিয় কবি কবীর হুমায়ূন পুত্র সানী কবীর। বইটি পাওয়া যাবে – ‘মানুষজন’, স্টল নং- ৪০৩ (শহীদ সোহরাওয়ার্দী উদ্যান) ও কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স, ২৫৩-২৫৪ নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা।


উল্লিখিত তিনটি বইই ৮০ গ্রাম রঙিন অফসেট কাগজে মুদ্রিত ও উন্নতমানের মলাট জ্যাকেটে বাঁধাইকৃত। বন্ধুদেরকে বইমেলায় আমন্ত্রণ রইল।