আগ্রাসী রোদ্দুরে পোড়ে অবনীর মাটি
ঝরাপাতার মর্মর-ধ্বনি বাজে অশান্ত শিরায়
জেগে থাকে অন্যায্য দিবসের বিরহী আঙিনা
স্মৃতির ফালিচাঁদ পিছু হটে, ক্ষয়ে যায়,
ধীর লয়ে বয়ে যায় - জীবনের তীর ঘেঁষে?


কী সুধা চয়নে অবিরল রত স্বপ্নের নিশাচর
আজ রুধিত রোদনে লীন ভানুমতি চক্কর
ইতিউঁতি খোঁজে কোথা চেতনার বাতিঘর?
সোনা ঝরা স্মৃতিগুলো সুখের প্রলেপ মাখা
তা-কি দুঃখের বারোমাসি না, আক্ষেপ গাথা?


নিবিড় সান্ধ্যস্রোতে ছিল কিছু জীবনের রঙ
কবিতার সাথে ছিল মননের সহবাস
সন্ধ্যাতারা তখনো হয়নি পুরুষ্ট প্রবল
দীপ্তি প্রভার বিকিরণে অমানিশার প্রতিবিম্ব…
দিনের আভাসে প্রতিষ্ঠা পায়নি অস্ফুট আলোছায়া।
____________________
⭐ কবিতাটি "অবনীর শেষ শব্দ" (পৃষ্ঠা-১৬) কাব্যগ্রন্থে প্রকাশিত।