(বিরহের গীতিকাব্য)


কী যে অভিমান কত কষ্ট ধরে আছি বুকে
ব্যথার কাজল তাই আজ পরিয়াছি চোখে
সরানো গেল না হায় বালি ও-চোখের
তুমি তার কণাটুকুও খুঁজতে গেলে না
কত জল চোখে ধরে লুকিয়েছি বেদনা
ব্যথা অভিমানের নেই যে সীমানা।


পাষাণের কাছে কেন হৃদয় পেতে চেয়েছি
জলধের কাছে ভুলে দুটো চোখ পেয়েছি
দু’চোখেতে দেখি আজ অশ্রুর পারাবার
সে চাওয়া যে ছিল ভুল দেরিতে বুঝেছি।
কত জল চোখে ধরে লুকিয়েছি বেদনা
ব্যথা অভিমানের নেই যে সীমানা।


কত আশা ছিল বুকে চোখ ভরা স্বপ্ন
সবই তার হারিয়ে মন বিষাদেতে মগ্ন
সুখের আকাশ হল আজ ব্যথার সরোবর
তুমি তো একটিবার ফিরেও দেখলে না
কত জল চোখে ধরে লুকিয়েছি বেদনা
ব্যথা অভিমানের নেই যে সীমানা।