সন্ত্রস্ত বাতায়ন জুড়ে পাথর সময়
ধুলির আস্তরে ঢাকা
সুকুমার-কলা, মনন-কুশল।
একটি ঝড় চাই, নয় ভূমিকম্প;
ব্যথার এমন মলিন প্রলেপ
যায় উড়ে কি শুধুই ঝড়ে? না,
যায় মুছা ওই পাথর সময়?


মৃত্যুর শুরু জন্মে যেমন সৃষ্টি শেষে লয়
যায় কি দেখা হৃদয় দাহ
স্রোতস্বিনী রক্তক্ষরণ
অচেনা সব কার্যকরণ দিন যাপনের পালায়
গান শুনে সব যায় চেনা কি সুর লহরীর তান?
সাগর ছড়ায় বাষ্পকণা –
মেঘ নামে এ ধরায়!


যায় না গোনা প্রহর-দণ্ড সুখ প্রসবের বেলা
ব্যস্ত সময়, ঘুরছে ভুবন সূর্যটাকে ঘিরেই
ছন্নছাড়া দৃষ্টি দিয়ে যায় কি বাঁধা তারে?
নয় জরুরী;
খোঁজ করা - কে এলো কি বা গেলো
‘কাজের কাজী’
সে ই বনে যায় কাজ ফুরালে পাজি!


- - - - - - - - - - - - - - - - - - -
★ 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-১৫) কাব্যগ্রন্থে প্রকাশিত।