বড় কষ্টে আজ বিবস হয়েছে মন -
ভালোবাসা নামে সইবো কত বঞ্চনা পাতন!
জীবনের পলে-পলে, বহতার পলি দলে
আটান্নর নিরস কোটায় বন্দি নাবিক
নিরাশার বালুচরে নিঃসঙ্গ প্রহর গুণে –
তিন... দুই.. এক.


জনম হয়েছে গত প্রত্যাশার পিদিম জ্বেলে
ফিকে জ্যোৎস্নার আলো হাতে আসেনি কো কেউ
বাসেনি তো ভালো, বাঁধেনি প্রীতির ডোরে
জীবনের চাওয়াগুলো থেমে গেছে মূলে
স্মৃতির আঁচল খসে - মুছে গেছে রঙ,
যা ছি’ল আশার ডোরে আঁকা, স্বপ্ন ভাষায়।
    
স্মৃতিঝরা সেই প্রাতে –
ঊর্ণনাভ এক হৃদয়ে বেঁধেছে বাসা
খরস্রোতা নদীজলও ঘিরেছে জালে
পেতেছে মৃত্যুফাঁদ সম্ভাবনার বাতায়ন খুলে
আটপায়ে তার বত্রিশ মাকু বুনছে অহর্নিশি
স্বপ্ন চরায় হেনেছে দৃষ্টি, বিষাদের করতলে।


হায়, জীবন জুড়ে শত আশার হলো না খরচ
জমে জমে তাই আজ ছুঁয়েছে হিমালয়।
কিছু ধারা তার সাগরে মেশার প্রত্যাশা ছিলো;
কার শাপে আজ, চড়া জাগে যমুনার বুকে?
সহস্র যোজন পেরিয়ে এসে
হলো সে অবশেষে; ক্ষয়ে যাওয়া নদী এক -
মোহনার দেখা তার মিলেনি তো আজো!


- - - - - - - - - - - - -  - - - - - - - - - -
★ কবিতাটি 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-৫৪) কাব্যগ্রন্থে প্রকাশিত।