স্থির করেছি; কিছু কষ্ট বেচব আজ
কিছু আছে নখ-দন্তযুক্ত, ধারালো শিং-মাথাওয়ালা
কেউবা নিথর অনড় অটল, ঘুমায় জেগে
কেউবা আবার সুপ্তঘুমে নয়তো ক্ষীপ্র গতির।
তাদেরও আছে বিবিধ চাহিদাপ্রকার;
আলো চাই, সুখ চাই, চাই পরিতৃপ্তির ঢেকুর
আছে কারো আকাঙ্ক্ষার অনন্ত বিলাস;
না পাওয়া সুখের বেপাত্তা ঠিকানা খোঁজার।

কিছু কষ্ট তাই নিলামে চড়াব আজ
অনেক জমেছে ভাঁড়ে এই বেলায়।
কিছু কষ্টের মালা গেঁথেছি
কিছু শুটকি করে রেখেছি,
প্রিয়জনে বিলাতে চাই না বলে
কিছু আড়ালে রেখেছি যতন করে,
আকালের সময় কষ্টের কষ্ট করতে চাই না
তাই, কতক বীজও বুনে রেখেছি।


কৃপণের ধন আগলে রেখেছি সচেতনে
কতকাল ধরে তেলে-জলে পরিচর্যিত এরা
তাই, মেলেছে ডাল-পালা অকাতরে
অনিমেষ শ্রম, আরাধ্য সাধনায়
কষ্টদের মাশাল্লাহ্ পয়মন্ত ভারি;
চারপাশে তাই কষ্টের দেখি ছড়াছড়ি!
ঈষাণী ঝড়ের তাণ্ডবে এরা সহোদর খোঁজে
সময়ের আঁধার ওরা গোগ্রাসে গিলতে পারে।


রোদেলা দুপুর কিংবা বিষণ্ণ বিকেলের মত
নয় এরা, নয় প্রসূতির বেদনার মতও।
দুর্দিনের স্মৃতি তাড়ানিয়া বেদনাবিলাসী কষ্টরা
বড় আগ্রাসী, ছোঁয়াচে স্বভাব, শৈল-কুশলে অনন্য;
সহসা বিস্তারে তারা জাত উপজাত
উর্বর-প্রজনিকা, একেবারে লাগসই -
উন্নত স্থিত ধীর, চির অক্ষয় প্রজাতির
এমন কষ্ট কিনতে অনীহা আছে কি কারো?
____________________
⭐ কবিতাটি "বাইনারি সুখের পিদিম" (পৃষ্ঠা-৬২) কাব্যগ্রন্থে প্রকাশিত।