কবিতা ভাবনায় মাঝে মাঝে মনে জাগা এলোমেলো শতকথা ভাষা পায়। অযত্নে অবহেলায় পড়ে থাকা নানান সময়ে ও আবহে সৃষ্ট সেইসব কথামালার বিন্যাসে তৈরী কিছু কবিতার আঁচড়...
পর্যায়ক্রমে 'কবিকথা' সিরিজে প্রকাশিত হবে।
________________________


শব্দ-চাষি কবি আমি শব্দ করি চাষ
শব্দ কথায় দিতে চাই কবিতার আভাস
প্রিয়া মোরে তবু যেন করে বিবাগী!


সাদা কালো আলোছায়ায় স্বপ্ন দেখি;
ভাবের পাখাটি এবার মেলবে পাখি
আবেশে রাঙাবে মোরে সেই অভাগী!


শূন্য খাতায় বহে ভাবের নদী
এলোমেলো কথকতা কবিতা যদি...
এই মন জানালায় উঁকি দিয়ে যায় –


ধূপ-ধুনো দিয়ে সেধে কবিতা নামাই
দুরন্ত ঝড়ো হাওয়া যায় বয়ে যায়
ভাবের পাখিরা এসে শুধু খাবি খায়।