কিছু স্বপ্ন এলোমেলো কুসুমের পরাগ-রেণু
বর্ণ কেড়ে ফুটে উঠে সাতরঙা রামধনু
কিছু তার অ-তালাফে তীর খুঁজে পায় না
বর্ণকানা সুখগুলো ভালোবাসা বোঝে না।
সুখ-সুখ অভিলাষ ফোড়নের মজাদার মসলা
দাবদাহে স্বস্তি; প্রশান্ত বৃষ্টির হিমঘন পশলা।  


জীবনের পথ চলায় কত শত বায়না -
হাজারো বাঁধা আছে, কত আছে যাতনা;
বিদ্যুতের লুকোচুরি, আছে নেটের জড়তা
রুটির ধান্দা করা, সওদা কেনায় পড়তা
গিন্নীর রুটিন অনুযোগ শোনো অবিরত,
মায়ের অষুধ কিনতে হয়ো না নিরত।


আব্দার অনুযোগ শুনতে যে কত সুখ
মিটাতে নাভিশ্বাস নেই তবু কোন দুঃখ
আঁধারের আলো যেমন তেল আর সলতে
হাসি মুখে ফাঁসি নেয়া সেই ঘানি টানতে।


----------------------------------------
🔯সঞ্চালন কবিতা সম্ভার (পৃষ্ঠা-১৬) প্রকাশিত