আসর কবি সৌমেন বন্দ্যোপাধ্যায়ের 'সুইসাইড নোট' কবিতার জবাবে রচিত -
-------------------------------------------


ফণীর ভুজঙ্গ এড়ে
ফণি-মনসার ঝাড়ে যদি
ফুটে একটি অরূপ কলি -
জটা-কন্টক যাও দলি,
গাঁথো সে মালাটি, হতে পার
তুমিও যে ফুল মালী!


সেই মালাটির নিঃস্ব ভাঁজে
আস্থা প্রেমের পাপড়ি-দলে,
বীজ বুনে যাও বিশ্বাসের
বিছিয়ে দাও সুবাস বিমল
আদর ও কোমল
ভালোবাসার আশ্বাসের।


জীবন নদীর তীরটি ঘেঁষে
ধায় তরণী ভেসে ভেসে
কী হবে আর হয়ে বিচলিত?
তা-ই যদি হয় ঘোর নিয়তি
বদলাবে না অমোঘ রীতি
আস্থা রাখো, হয়ো না নিরত।  


সুখ স্মৃতি ছিল কত জীবনের
যত তার কান্না ও হাসি-গান
বিস্মৃতির তলে তলিয়ে যাবে
সবই জেনো হবে অবসান...
তবে, বিষাদের আমড়া তলায় বসি
কী হবে আর গেয়ে বারমাসি?


_______________________
🔯 চয়নিকা কাব্য সংকলন (পৃষ্ঠা-১০) প্রকাশিত