যে হৃদয় দেখে না ছুঁয়ে ঘাসফুল মখমলে
সে হৃদয় আমার তো নয়
যে আঁখি কাজল খোঁজে, ঝরায় না অশ্রু
সে নয়ন আমার তো নয়।
তোমার বেদনায় কাঁপে না হিয়া থরোথরো
সে মন কী করে আমার হয়?


'হৃদয় ক্ষতের মতো গভীর কালো রাত'
পূর্ণিমায় ভাসায় না প্রহর
দূর অমানিশার মাধুর্যে ভরেছে যে আকাশ
তাকে কী করে আমার কই?
প্রাণের সরোবরে ডুবে না ছোট্ট ঘড়াটি যার
সে প্রাণ কেন বা আমার হয়?
  
জ্বলছে হৃদয়ে আগুন গুড়ুগুড়ু অনুভবে
সে হৃদয়ে কি ভালোবাসা রয়?
উন্মাতাল সু-ইচ্ছার প্রতিভেদী হাহাকার,
বুক বিদীর্ণ করা দীর্ঘশ্বাসে -
কঠিনে কোমলে বিলোল করেছে স্পষ্ট ছাপ
এরেই কি ভালোবাসা কয়?


----------------------------------------
* আসরের কবি সংহিতা'র "ভালোবাসা কার নাম"
কবিতার জবাবে লেখা। কবিতাটি সেই প্রিয় কবিকেই উৎসর্গ করছি।