একা মানুষ, একমুখী মন, একা আপন ভুবনে,
একাই একক হয় বরাবর হাজার মনের অরণ্যে
একক সত্তায় একান্ত সে মনভাবনার অন্তঃপুরে -
একাই রবে কবরদেশে, ছিলে যেমন মাতৃজঠরে।
ঝাঁ-চকচক কোলাহলে দণ্ড-পলের এই সভায়
তুচ্ছ যতি ক্ষুদ্র অতি আগে পরে একা একাই!


কত কী ধন এই নিখিলে, কতই না সুর বেজে যায়
লাখের ভিড়েও নিঃসঙ্গ মন নিজ বলয় গড়তে চায়।
ভাবে যখন একান্তে মন দাঁড়ায় কে বা তার পাশে
প্রেমের ছুরি জগৎ জুড়ি কাটে হিয়া ভালোবেসে?


শিশিরের হিম রাতে শ্বাসভাগ একদা হ'ত যার সাথে
যদি গো সে সরে যায়, অবহেলে না-ই চায় লুপ্ত পথে।
তিরতির স্রোত ধায় দূরে নদী বয়ে যায় ঠুনকো ঘাতে
বৈরী হাওয়া ফেরে-চক্করে না-ডুরে নাগালের সীমাতে।


সংশয়ের বিঘ্ন বাধা পেরিয়ে যে বিশ্বাস দ্বন্দ্ব ভোলে
জয় করে ভয়কে জাগে মাথা উঁচিয়ে হৃদয় তোলে।
কাঙালের ভক্ত যে কৃপণ, আছে তারো দরদিয়া মন
হৃদয় প্রদাহ মুছে অন্ধ আবেগে খোঁজে সে স্বজন।


----------------------------------------
🔯সঞ্চালন কবিতা সম্ভার (পৃষ্ঠা-০৭) প্রকাশিত