আমার ধূসর উত্তরীয়ের ছোঁয়া লেগে
খসে যদি নিপাট বিনুনি তোমার
মনের আগলখানা যায় খুলে খুলে
শানিত ব্যক্তিত্বের মোড়ক ছিঁড়ে
গমকে উঠে সলাজ হাসির ঝলক;
- আমায় দোষ দিয়ো না যেন!


সীমান্ত বাতাস আনে ককেশীয় শীত
ম্যাপল পাতার রঙে ভেজা স্নিগ্ধ শিশির,
চেরীফলের বোঁটায় ঝুলানো অনুরাগের ছোঁয়া
আর নির্মোহ ভালবাসার আমেজ যদি কিছু
পৌঁছে যায় অতলান্তের ওপারে তোমার কাছে;
- আমায় ভুল বুঝো না যেন!


জানা পথ, অচেনা অন্তর -
উন্মন বাতাস কি তার ছুঁয়েছে শিরা?
কোন সে অজানা পৃথিবীর সীমানা প্রাচীরে
হতে চায় মহীরুহ অবশেষে
সীমাহীন উর্ধ্বাকাশেরই মতো?
- দোহাই, দূরে ঠেলো না যেন!!


- - - - - - - - - - - - - - - - - - -
★ কবিতাটি 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-১৪)
কাব্যগ্রন্থে প্রকাশিত।