অনন্য প্রেমের আষাঢ়ি বরিষণ
প্রথম ফোটা সেই সে কদম ফুল
অলক কুসুম ঝরে মন্দ্রিত লয়ে
যেন মেঘ বালিকার কানের দুল।


পোয়াতি প্রহরের অচেনা লহরে
হাসিমুখে বেঁচে রবো ডুবে ভেসে
উত্তর শতাব্দীর বেভুল সময়ে
সুরভীত প্রাণ যেন যায় না ফেঁসে।


কতকাল পথ চেয়ে আছি আমি
আসবে পথিক অনাগত অজানা
আসবে বলেও ভুল করে তুমি
হারাও আমার পথের ঠিকানা।


সকল চাওয়ার একটু পাওয়া
মন কাড়ানি মধুর ভালোবাসা
মেললে পেখম প্রেম ময়ূরীর
হারিয়ে যাবেই সব ধোঁয়াশা।


প্রাচুর্যতার কলা কারিগর -
কিশলয় আনে প্রকৃতির সমৃদ্ধি
চারু হৃদয়ের জোছনা সরিতে
বিটপী বনানীর বায়ু হয় শুদ্ধি।
----------------------------------------
🔯সঞ্চালন কবিতা সম্ভার (পৃষ্ঠা-১৪) প্রকাশিত