কেঁদেছিলাম যবে আমি হেসেছিলে তোমরা
যাবার কালে হাসবো আমি কাঁদাবো এ ধরা।
আশালতার আশায় আজো দীপ জ্বেলে যাই
মর্তের মাটিতে তাই স্বর্গ বোনার প্রয়াস পাই।


সিঁকেয় তোলা ভাগ্যের সিঁধ-কাটা ভুবনে
কার ঘটে কী লিখেছে সে ই ভালো জানে!
দুপুরের ভরা হাটে আনন্দ যার গিয়েছে চুরি,
বুঝবে কে নিঃস্বের এ হতশ্বাস কতটা ভারী?


কত ঝড় মাঝে মাঝে বয়ে যায় অগোচরে
কত ব্যথা নিরালায় মন-প্রাণ তছনছ করে
আহত পাখি করে হাহাকার ডানা ঝাপটায়
সুতোটানা ঘুড়িটা খাবি খায় টাল সামলায়!


পেলে পরিমিত জলসেচ আর পরিবেশ
প্রণয়াংকুর তাতেও গজাতে পারে বেশ
খা-খা রোদ্দুর বর্ষণহীন পাথুরে জমিন
হোক না তা চাঁদের মাটি রস-কষহীন।


----------------------------------------
🔯সঞ্চালন কবিতা সম্ভার (পৃষ্ঠা-১১) প্রকাশিত