দস্যিপনায় মাতা কিছু দস্যি ছেলের দল,
সারাটাদিন গড়িয়ে গেলেও খেলতো যে ফুটবল।
তাদের ভেতর পিচ্চি করে একটা ছিল ছেলে,
মনে মনে ভাবতো শুধুই একদিন হবে পেলে।
নয়তোবা ম্যারাডোনা কিবা মেসির মত সেরা,
খেলেই সবার নাম কুড়োবে হবে নজরকাড়া।
একদিন সেই ছেলে গিয়ে আপন পিতার সনে,
শুধায় শুধু বাবা বাবা প্রশ্ন আছে মনে।
কবিগুরু ছিলেন নাকি মস্ত বড় প্লেয়ার!?
তাই কি তিনি বল খুঁজেছেন স্রষ্টা হতে ক্লিয়ার!
বাপ শুধালো কি কও ব্যাটা হবে সে এমন ক্যান?
কাব্য করার কবি কেনো হবেন বলের fan!
পুত্র বলে শুনি আমি তার কাব্যের সনে,
বল চাইছেন স্রষ্টা হতে বিমুগ্ধ এক ধ্যানে।
"হে ভগবান বল দাও তুমি;মোরে দাও তুমি বল"
যদি না হন প্লেয়ার তিনি কেন করবেন ছল!!?
এসব শুনে পিতা হেসে গড়াগড়ি খান,
খেতে খেতে ভাবেন মনে গেলো বুঝি জান।
এমন ব্যাটা কার কপালে জোটে অহরহ!
যে কিনা না বোঝে লেখার ;মর্ম করে দুরুহ।
বলেন তিনি আপন পুত্রে শোনরে ওরে গাধা,
সহজ কথায় পেঁচিয়ে মরিস করে গোলক ধাঁধা।
স্রষ্টার কাছে কবিগুরু চেয়েছেন সে বল,
যার আসল অর্থ হলো ;শক্তি আর সবল।
উত্তর পেয়ে মুচকি হেসে পুত্র বলে বাবা,
আর যদি আমি কাব্য পড়ি নাম হবে মোর হাবা!!