হাজার বাতির আলোয় অন্ধকার হয়ে
আছে দেয়ালের এপাশ,
অন্দকারের মাঝেও অনেক আলো ওপাশে।
আসি আসি নিশায় বিদিশার বুকের করুন
সুখ,
অন্ধকারে হঠাত মৃদু মৃদু কাপা তরুনীর বুক।
ডাহুকের বাগযন্ত্র কেপে আসা কুহু কুহু
ধ্বনী,
উষা যার চোখে বিধবেনা,সে জানে
আশি বিষের কাহানী।
অনেকটা,"নদীর এপার কহে ছাড়িয়া,
নিঃশ্বাস ওপারেতেই সকল সুখ,আমার
বিশ্বাস।"
আধো আধো অন্ধকারে কার্বন ডাই
অক্সাইড নিঃস্বরন,
অক্সিজেন ভরা শহরে অক্সিজেন হীনতা।
রাতের আকাশে চিলের আনাগোনা
এদানিং বেড়েই চলেছে,
মাঝি অনেকটা পথ আগলে আগলে পাল
ছারছে।
ভরাপালে ওপারটা অনেক কাছেই
লাগে,
দূরোবীক্ষন মেশিনটাও নষ্ট হয়ে আসছে।
মাঝি আর কত বাকী বলনা গো!
ছলনা অনেক হয়েছে এবার চলনাগো!
হঠাত জানি কে পেছন থেকে তাড়া
করল!
পেছনে ফিরে দেখি কেউ নাই,মাঝি
চালাও দ্বার।