সাধ্য মতো রচে যাই কবিতা কুসুম,
                          রাত্রে নিঝুম ।
কভূ সূর্যলোকে, ক্ভূ গোধূলি বেলায়,
                        খেলায় খেলায় ।
কিছু হৃদয়ের ব্যথা দিয়ে লেখা,
                        আকা বাকা ।
কভূ নয়নের অশ্রু দিয়ে আকা,
                        কাচা পাকা
যা হয়, না যদি লাগে ভালো,
                  ছিড়ে ফেলো ।
না হয় , পুড়িয়ে ফেলো ছাই করে,
                    ধুলার পরে ।
ছাই যবে উড়ে যাবে - ভোরের হাওয়ার দোলে,
                             থেকে অন্তরালে
ভাবিব, নয়নের অশ্রু, হৃদয়ের ব্যথা,
                         য্থা তথা
বেড়াইছে উড়ে, এ ছিল তাদের ক্পালে ।
                               ফুটিলো সকালে
যে ফুল, রাতে সে গেল মরিয়া
                       গেল ঝরিয়া ।।