আমি স্বপ্ন দেখি!
অনেক স্বপ্ন দেখি।
আমার স্বপ্নগুলো হয় ভাঙা ভাঙা,
নাহয়, ছেড়া ছেড়া, অথবা অগোছালো।
জোড়া তালি দিয়ে খুব নিখুঁত ভাবে,
যখন অর্থপূর্ণ কোন একটা স্বপ্ন তৈরি করতে যাই,
তা কোন কারণে আবার এলোমেলো হয়ে যায় নিমেষে।
অর্ধ-অনাবৃত খোলস যেমন,
কোন কিছু কেই রক্ষা করতে পারেনা;
আমার স্বপ্ন গুলোও ঠিক তেমনি,
কিছুতেই পূরণ হয়না।
কখনো হতাশায় মিলিয়ে যায়,
কখনো অধরাই থেকে যায়,
ঠিক যেন আলেয়ার-আলো।
যতটাই সহজ করতে চাই,
ততটাই কঠিন হয়ে যায়।
কখনো সখনো, কৃষ্ণকায় আঁধার নামে।
স্নিগ্ধতায় ভাটা লাগে।
লাগেনি কখনো পূর্ণতার ছোঁয়া।
কিছু অবাস্তব স্বপ্ন, আবার কিছু বাস্তব স্বপ্ন,
ঠিক যেন একই।
আমি ঘুমিয়ে যে স্বপ্ন দেখি, তাও এলোমেলো।
ভাবনায় যে স্বপ্ন দেখি, তাও অগোছালো।
না বুঝে, না জেনেই,
মরীচিকার পেছনে ছুটছি।