ভাঙা ভায়োলিনের শব্দ বার বার মন ছুয়ে যায়,
কখনো সখনো নস্টালজিক হয়ে যাই,
আবার নিভৃতে ভাঙা রেকর্ডের মতো বাজতে থাকে,
কেউ যত্ন করেনা, কেউ আবার ছাড়েও না।


ধুলো পড়া আস্তিনের কোন এক কোনায় হঠাৎ নজর পরে,
তারহীন বেতারে কতশত পুরনো ভাঙা রেকর্ড,
কেউ খুব যত্নে শুনে,
আবার কেউ বিরক্তি ভরে গালি দেয় আপন মনে।
মনের কোন এক কোনায়,
সেই পুরনো ভাঙা রেকর্ড আজো নতুনত্বের ডাক দেয়।


হারিয়ে যেতে চাই সুমধুর অতিতে,
যেখানে হয়েছিলো শুরু,
হবে আবারো বাধ ভাঙা উল্যাস,
চৈতন্য হবে বিনাশ।