স্বপ্ন যদি বাস্তব হত,
কখনোই রাত ভাংত না,
অতিত যদি রাখা যেত
কখনোই কেউ ছাড়ত না।


ফিরতে যদি পারত কেহ
অন্ধকার ঐ জগৎ থেকে,
রঙের মেলা বসাতোনা
এপারে এই সল্পক্ষনে।


স্বপ্নে দেখা রাজকুমারী
রাজার কোন কন্যা না,
রাজকুমারের অপেক্ষাতে
সে তো বসে থাকবেনা।


স্বপ্নে যদি রাজা হত
বাস্তবে কেউ চাইত না,
পরের কথায় গাছ কাটিলে
নিজের মাথা বাঁচবেনা।


পাখির মত উড়তে পারলে
কেউ কখনো হাটতোনা,
নীল আকাশে মেঘের ভেলা
গন্তব্যহীন ছুটত না।


স্বপ্ন যদি জোড়া লাগত
আকাশ কেন ভাঙবেনা?
ভালবেসে দুঃখ পেলে
কেউ কখনো কাঁদত না।
--------***--------


চাঁদপুর- ১৯/০৪/২০১০ইং