মেঘের আধারে আলোর খেলা,
আলো আঁধারীতে
একফালি চাঁদের আলো।
হঠাৎ এসে চমকে দেয়
আমার স্তব্দ করিডোর।
ভাবনা গুলোও হঠাৎ করেই থমকে যায়।
আনমনে দৃষ্টি হারিয়ে যায়
দুরের আকাশ ভেদ করে,
তারও পরে, কোন এক অচেনা জগতে।
মন চলে যায়, সুদুর অতিতের,
কোন এক পড়ন্ত বিকেলে।
ভাবতে ভাবতে হারিয়ে ফেলি নিজের অস্তিত্ব।
আবারো হঠাৎ চমকে উঠি,
চমকে দেয় একফালি চাঁদের আলো।
আমার চমকানো দেখে হেসে ওঠে যেন,
আমার স্তব্দ করিডোর।
হাতড়ে বেড়াই অন্ধকারে,
কারো কন্ঠস্বর,
অথবা কারো অমলিন স্পর্শ।
শুনি অ-প্রার্থীব কলধ্বনি।
হঠাৎ খুজেপাই জ্বলজ্বল করা
এক নতুন পৃথিবী।
ছুটে চলি যেন কিসের আমোঘ টানে,
গন্তব্যহীন পথে, সঙ্গী সাথে,
আমার স্তব্দ করিডোর।
আবারো হঠাৎ চমকে উঠি,
চমকে দেয় একফালি চাঁদের আলো।
ভয় পেয়ে যাই, এতো আমার,
স্তব্দ করিডোর।