আহা, কি গভীর চোখের চাহুনি,
অব্যক্ত কিছু কথার চেয়েও বেশি কিছু তুমি।
তৃষ্ণায় ক্লান্তিতে হঠাৎ করেই শেষ করা,
শেষ বিন্দু পানি।
অস্পষ্ট স্বরে, কম্পিত কন্ঠে,
বলতে ইচ্ছে করে,
কে তুমি?


কে কাহারে হারায়েছে কবে, কোন সে দূর প্রান্তে,
আমি তো হারায়েছি তোমারে,
রেখেও চোখের প্রান্তে।


কে জানে? কখন হারায়েছি তোমাকে,
কোন গভীর চিন্তায় মগ্ন থেকে।
কবেইতো ডুবে গেছি তোমার ঐ নীল চোখে।
কখনো ডুবতে চেয়েছি আরো অতল গভীরে,
চেয়ে থেকেছি নিষ্পলক তোমার ঐ চোখে।

যতই দেখেছি, ততই ভেবেছি।
যতই ভেবেছি, বার বার তোমার প্রেমে পড়েছি।
কিন্তু প্রতিবারই ফিরতে হয়েছে খালি হাতে।
আমি অপেক্ষমাণ,
তোমার অপেক্ষায় অপেক্ষমাণ।


কে কাহারে ভুলেছে কবে, কোন সে ভুলের গোলকে,
আমিতো ভুলিনি তোমাকে, হাজারো পক্ষাঘাতে।


অনু থেকে অনু,
অথবা পাহাড়সম উচ্চতায়,
কখনো বৃষ্টির ধারায়,
আবার তপ্ত খরায়।
স্বপ্নে, আবার আমার ডায়েরির পাতায়,
অমাবস্যার অঘোর অন্ধকারে,
কিংবা পূর্নিমার ঝকঝকে আলোয়,
যথায় পেয়েছি তথায় ভেবেছি।
আছে কিছু অগোছালো বর্ননা,
ঐ নীল চোখের।


আমিতো হারায়েছি তোমায়,
হারাইনি তোমার ঐ চোখের চাহুনি।
ফিরে আসে বার বার,
হৃদয়ো গভীরে।


আবার যদি কখনো দেখা হয়ে যায়,
ভুল করে অথবা ইচ্ছে করে,
রাখবো তোমার ঐ চোখে চোখ,
হয়তো কেটে যাবে সময়,
বয়ে যেতে পারে বছরের পর বছর।
তবুও মিটবেনা,
তোমার চোখ দেখার আকুলতা।
তোমার ঐ হৃদয়স্পর্শী গভীর চাহুনি দেখার আকুলতা।
আমার আকুলতা প্রকাশ করতে পারে,
কেবল তোমার ঐ চোখ।


হারিয়ে যাবে তুমি?
যাও হারিয়ে।
তোমার ঐ চোখ তো হারাতে দেবোনা।
ওখানেই যে আমার সব আকুলতা।
তোমার ঐ নীল চোখ,
যেখানে আছে গভীর চাহুনি।


আবারো প্রেমে পড়তে চাই,
তোমার ঐ নীল চোখের প্রেমে পড়তে চাই।
মিটাতে চাই আমার শত জনমের আকুলতা।


২৫ জানুয়ারি, ২০১৯।(চীন)