রমনা বটমূলে, কত শত পার্কে
জনতার ঢল লাখে লাখ
কত প্রতিক্ষার পরে, অাজ
তুমি এলে পয়লা বৈশাখ!
নিয়ে ইলিশ ভাজা, দুটো কাচা লংকা
অার এক থালা পান্তা
শহরে, নগরে, গঞ্জও গ্রামে
খুলে দিলে শুভ হাল খাতা।
পড়ে সাদা শাড়ী, লাল পাড়ে
নববধূর লাজুক হাসি
এনেছ মেলায় বাহারি রঙ এর পুতুল
অারো কত কি রাশি রাশি।
একতারা অার বাউলের গানে
অগনিত মন ভরে
এলে কাল বোশেখির অাঁধার মেঘ
অার অাম কুড়ানো ঝড়ে।
বঙ্গ মেতেছে রঙ্গ মেলায়
নবীণ নবীণ হর্ষে
হৃদয় খুলে জানাই সবারে শুভেচ্ছা
শুভ নববর্ষে।