শীত গেল সুখ গেল এলো বুঝি কস্ট
হাড়ির সালুন ভাত না জ্বালালে নষ্ট
অায়েশের ঘুম নেই মশা মাছি ভ্যান ভ্যান
লোডশেডিং সারাক্ষণ ছেলে কাঁদে ঘ্যান ঘ্যান।
ফ্যান ছাড় পাখা নাড় পিঠটাতে হাত দাও
ঘামাচিতে পাউডার খুজলিতে চুলকাও
এই রোগ সেই রোগ মহামারি কত যে
তৃষ্ণায় ফাটে বুক গন্ড সুকায় রে
ক্লান্তিতে গা ঢলে কাঠফাটা দুপুরে
ব্যাঙ ছানা কিলবিল শ্যওলার পুকুরে
গ্রীষ্মেরর খর তাপে দরদর ঝড়ে ঘাম
অার কিছু পথ গেলে পাকবে কাঁঠাল অাম।