মাঠের ওপাড় ছোট্ট সোনারগাঁ
তার অদুরে সবুজ ঘেরা বন
পাপড়ি মেলা রঙিন ফুলে
ভ্রমরের গুঞ্জন ।।
বাকা পথের ধারে বাসের বেড়া
তার কোলেতে শস্য দিয়ে ঘেরা
ঐ পুকুরে শ্যওলার অাবরন
এলো হাওয়া বইছে সারাক্ষণ।।
ভুইচা পাতা  সবুজ মাখে বনে
মিতালী তার সকল গাছের সনে
মায়া মমতায় জড়ায় সবারে
নিবিড় সে বন্ধন।।
ঢেউয়ের বুকে পাল তোলা নাও দোলে
মনের সুখে মাঝি ভাটিয়ালি সুর তোলে
এপার দিয়ে গড়ে নদীর
ওপারে ভাঙ্গন।।
অাঁধার ঠেলে অালো যখন ফোটে
সবাই তখন হন্যে হয়ে ছোটে
জীবন যুদ্ধে জয় পরাজয়
বিশাল রনাঙ্গন।।
জগত টারে এমন নিপুণ করে
কে জানে কার সৃষ্টি কাহার ত্বরে
সকল প্রানী জোড়ায় জোড়ায়
করায় অালিঙ্গন।।
মেঘ মালারা শূন্যে বেড়ায় ভেসে
দিনের শেষে চাঁদ তারা ঐ গগনে  রয় হেসে
মাসুকের ত্বরে অাশিকের দান
কি নিগুর বন্ধন।।