একদা ছিলাম যোহর নামাযে রত,শেষ করে পিছন ফিরে দেখি বোরকা পরিহিতা এক যুবতি  দাড়িয়ে  কালো ব্যাগ লয়ে হাতে। সম্ভবত প্রয়োজনীয় পরিধান নিয়ে এসেছে তাতে। অবাক কন্ঠে জিজ্ঞাসিলাম কে তুমি? কোথায় বাড়ি? কি তোমার পরিচয়?  খুবই সংক্ষেপে সে অামার প্রশ্নের উত্তর দিতে লাগল। সন্দেহ জনক জবাবে মোটেই অাস্বস্হ হলনা মন। তীক্ষ্ণ  দৃষ্টে অাপদমস্তক দেখলাম কিছুক্ষণ। এবার সে বলতে লগল, অাপনার কাজের লোক দরকার হলে অামি অাপনার কাছে থাকতে চাই। তার মুখে এমন কথা শুনে অামি রীতিমত  অবাকই হলাম কারন তাহার বেশ ভুষা ভাল। লম্বা চওড়া ফর্শা গঠন স্মার্ট তার চলা হাতে পায়ে তার যেই রূপ, দুষ্কর তাহা বলা।এমন মেয়ে কাজ করার মতো পরিবারে পাওয়া সত্যিই অসম্ভব। অামি তাকে বললাম তুমি যা বলছ তা বিশ্বাস যোগ্য নয়।শুধু অামি নই,কেউ বিশ্বাস করবেনা তোমার কথা। তবুও সে তার কথায়  অটল। অবশেষে থাকার কক্ষ দেখিয়ে দিলাম আর বললাম অাগে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নাও পরে কথা হবে। এবার জানতে চাইলাম পরিবারে কে কে আছে? যুুবতী বলল  ছোট বেলায় মা হারিয়েছি বাবা দিন মজুর ভাই রিকশা চালক। ঘরে সৎ মা বোন আর ভাবী সংসারে দন্ধ বলে, বড় আশাকরে আপনার কাছে  এসেছি আজ চলে। জিজ্ঞেস করলাম তোমার কি বিয়ে হয়ছে? বলল অল্প বয়সে বিয়ে দিছে বাবা কপালে সুখ হয়নি। কেন? হতভাগা আবার বিয়ে করেছে, আমার খোঁজ খবর নেয়না।তার সাথে তোমার কাট ছাট হয়েছে কি? হ্যা তিন বছর আগেই শেষ হয়েছে। জীবনে  আর বিয়ে করবনা অাপনার কাছেই থাকব।এমন স্হানে থাকলে পিছনে কেউ কোনো  কথা বলতে পারবেনা। এই দুর নতুন পথে একাকী কি করে এসেছ? বড় ভাই কিছুদুর আগায়ে দিয়ে গেছে। আমি আবারো বললাম তোমার  কোনো কথাই আমি বিশ্বাস করতে পারছিনা। তবুও  সে যখন বার বার একই কথা বলছে, তখন ভাবলাম বর্তমানে ভাল কাজের লোক পাওয়া বড় দুষ্কর বটে সাদা মাল আজ পায়ে ঠেলে দিব? আরও ভাবলাম এযুগের লোক অসহায় হলে ছোটে গার্মেন্টস পানে, এ আজব লোক এখানে এসেছে কিজানি কিসের টানে? অজানা অচেনা কাউকেতো এভাবে স্হান দেয়া যায়না  বাবা ভাইএর নাম্বার দাও তাদের সাথে কথা বলে ভেবে দেখা যাবে। যুুবতী বলল তাদের কারো ফোন নাম্বার নেই। বিষ্মিত কন্ঠে অামি বললাম এতো আরো অবিশ্বাস্য কথা এযুগে কুলি মুচির হাতেও ফোন থাকে। তাছাড়া তুমি একটি নতুন যায়গায় এসেছ কি ভাবে কেমন আছ তা জানানোর জন্যওতো একটি নাম্বার সাথে আনবে।প্রতিবেশির ও কোন নাম্বার আননি তুমি তো আজব মেয়ে তোমার পরিবারের লোকজন বা কেমন? যাইহোক সাহেব বাসায় এলে তাকে সব কিছু খুলে বললাম         চলবে  


বিঃ দ্রঃ  কাল্পনিক নয়, সম্পূর্ণ বাস্তব।