মানুষ কেন হলাম বল
এই পৃথিবীর বুকে
দুঃখ কষ্ট বেদনাতে
মরি ধুকে ধুকে।
আমি যদি হতাম পাখি
উড়ে যেতাম দিয়ে ফাঁকি
এমনি ভাবে বদ্ধ খাঁচায়
থাকতে হতনা।
কিংবা যদি মাছ ও হতাম
সাগর জলে সাঁতরে যেতাম
এই পৃথিবীর নানান ভাবনা
প্রাণে জাগতনা।
যদি সবুজ পাতা হতাম
গাছের শাখায় দোল খেতাম
বসন্তেরি ফুল হলে ভাই
মিষ্টি হেসে সুবাস দিতাম
মানুষ বলেই হিসাব করে
চলতে হচ্ছে সব খানে
আসল হিসাব রয়ে গেছে
কবর, হাসর,মিজানে
ক্ষমা যদি করো গো প্রভু
তবেই সৃষ্টির সেরা বলো
নইলে জাহান্নামের লাকরির চেয়ে
অধম হওয়াও ছিল ভালো।


বি:দ্র: জীবনের দ্বিতীয় কবিতা, ছোট বেলার লেখা