কবিতা এমনই কথা,
যুগ যুগ ধরে লিখছে হাজার কবি,
তবু হয়না যাহার শেষ,
নিত্য সবার নতুন কথার ঝুড়ি।
দৃষ্টি এমনই সৃষ্টি,
নাগালে  আসে যদি তামাম অচলা,
ফুরায় না দেখার স্বাদ
দুচোখ ভরা তৃষ্ণা ভুরি ভুরি।
গান এমনই সুর,
জনম জনম শুনেও ভরেনা মন,
নয়া নয়া সুরে নিতুই কন্ঠে
বেজে ওঠে সুমধুর।
প্রেমের এমনই টান,
যেখানে বিবেক বুদ্ধি লোপ পায়,
ভুলে বসে অস্তিত্ব মান,
বলি দেয় জাতীর ভেদাভেদ,
বয়সের ব্যাবধান।
সেযে এমনই মায়ার,
মাতা,পিতা,স্বামী,স্ত্রী সন্তান
যেখানে সবাই মানে হার।
যেখানে রুদ্ধ হয় জীবনের
উম্মুক্ত দুয়ার।
অর্থ এমনই পাওয়া,
এ জগতে যত পাই,
এজীবনে আরো চাই,
হবেকি শেষ এই চাহিদার?
বিধাতার এমনই তারীফ,
পৃথিবীর সব জল হয় যদি কালি,
তরু লতা বৃক্ষ হয় লিখনি,
ভুবনের সব পাতা কাগজ হলে,
সকল মানুষ যদি লিখে চিরদিন,
আমার রবের তারিফ,
কিঞ্চিত হবেনা বিলিন।