পৃথক নারী আর
পৃথক এক নর
একসাথে থাকে সুখে
বাঁধে এক ঘর।
ছাড়িয়া অাপন জন
ভাই বন্ধু সজন
করছে আপন দেখো
ভিন দেশি পর।
তাহার ব্যথায় কাঁদে
হাসিতে আবার হাসে
সুখ দুঃখ ভাগাভাগি
করবে এবার।
একই সুরে কথা বলে
একই পরামর্শে চলে
খোদার করুনা যেন
তাদের উপর।
সংসার সন্তান
দাস দাসী ধন ও মান
সবে নির্দেশ মেনে
চলে বিধাতার।
সকলের হাসি মুখ
চারিদিকে সুখ সুখ
ধরায় পেলাম যেন
বেহেশতি ঘর।