ও আমার জন্মভূমি
মায়ের মত ভালবেসে
তোমার ধুলি চুমি।।
তোমার কোলে গড়িয়ে আমি
হয়েছি আজ বড়
তোমার আলো ছায়া দিয়ে
জীবনটাকে গড়
চিরদিনই থেকো মাগো
মুক্ত স্বাধীন তুমি।।
তোমার বটের ছায়ায় রাখালি
বাশির সুর ঐ বাজে
মাঝির কণ্ঠে ভাটিয়ালি
তোমার নদীর মাঝে
বন বনানীর লতা পাতায়
কি অপরূপ তুমি।।
সরষে খেতে কলাই ফুলে
মুখটি তোমার হাসে
ঘাসের ডগায় মুক্তা শিশির
ঝিলে শালুক ভাসে
চাঁদনী রাতে তোমার রূপের
নেই যে কোনো কুমি।।
তোমার এ রূপ দেখে আমার
জুড়ায় দুটি আঁখি
কোকিলের সুর লাগে সুমধুর
গান গেয়ে যায় পাখি
মনের ব্যাথা কস্ট ভুলি
তোমার কোলে ঘুমি।।
ও আমার জন্মভূমি।