লঞ্চে কেবিনে ভ্রমন করা,
কি দারুন অনুভূতি।
জলের উপরে হেলে দুলে চলে
ধির স্হির তার গতি।
খানা পিনা ঘুম রাত্রি যাপন
নদী দেখা ক্ষনে ক্ষনে,
গভির মনের নিরব কথা,
কইব নদীর সনে।
হৃদয় জুড়ানো নদীর দৃশ্য,
বুঝাই কেমন করে।
জেলেদের নাও সারি বাঁধিয়া
দিন রাতি মাছ ধরে।
নদীর তীরের ঘন বণ মাঠ,
পেরিয়ে যাই দুর হতে দুরে।
মুখেতে ফুটিয়া উঠে নতুন গান,
কতনা নতুন সুরে।
ছন্দে ছন্দে নতুন কবিতা,
হৃদয়ে হয়যে লেখা।
সবুজ শ্যামল সোনার বাংলা
দু চোখে মনেতে আঁকা।
নদীর মাঝে কখনোবা ঘাটে
কখনো লঞ্চ প্রতিদ্বন্দি চলা।
বসিয়া বসিয় উপভোগ করি ,
সকাল সন্ধা বেলা।
দল বাধিয়া বকের সারি,
মাছ খাহিবার চরে।
ব্যাবসায়িদের পাল তোলা নাও
ক্রয় বিক্রয় করে।
রাত্রি হলে নদীর তীরে,
হিরের মালা জ্বলে।
আকাশে চাঁদ তারার ছায়া
ভাসছে সাগর জলে।
চাঁদের আলোয় নদীর জলে
রংএ রূপে মাখা মাখি।
ঝিলি মিলি সেথা ছোট বড় ঢেউ,
কুলে কুলে যায় আঁকি।
কচুরি পানারা দুলছে ঢেউয়ে
সুসুক উঠছে জেগে।
জোয়ার ভাটারা যার যার পথে,
চলছে আপন বেগে ।
মন ভরিয়া উঠে তাহার প্রেমেতে
হেরি সব লিলা যার ,
কৃতজ্ঞ হই মনে ও প্রানে ।
মুখে বলি আল্লাহু আকবার।